যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় বার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান।
২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ৮১ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। এই ভোটে এসএম হাবিবুর রহমান (আনারস) পেয়েছেন ৩২ হাজার ৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ড. মোস্তানিছুর রহমান (মোটর সাইকেল) পেয়েছেন ২৭ হাজার ৯৪৬ ভোট।
এদিকে প্রথম বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাছিমা খানম (হাঁস প্রতিক)। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা শামিম রেজা নির্বাচিত হয়।
ভোট গ্রহন শেষে সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটর্নিং কর্মকর্তা সুষ্মিতা সাহা নির্বাচনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেন।
জাগো/আরএইচএম

