ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার ভারতে গিয়ে নিখোঁজ হয়েছেন। তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা চরম উদ্বিগ্নে রয়েছেন। গত চারদিন ধরে পরিবার ও দলীয় নেতারা মোবাইল ও হোয়াটসঅ্যাপে এমপির সাথে যোগাযোগ করতে পারছেন না।
সংসদ সদস্যের এপিএস আব্দুর রউফ জানিয়েছেন, গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজিম আনার। তিনি ভারতের পশ্চিমবঙ্গের নিউ টাউন এলাকায় তার পরিচিত বন্ধু গোপালের বাসায় ওঠেন। পরদিন ১৩ মে তিনি হোয়াটসঅ্যাপে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। সর্বশেষ ১৪ মে একবার কথা হওয়ার পর তার সাথে আর কোনো যোগাযোগ করতে পারেননি পরিবারের লোকজন। তার মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে সংযোগ স্থাপন করতে পারছেন না পরিবার ও রাজনৈতিক নেতারা। এ কারণে সবার মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। এমপি আনোয়ারুল আজিম আনারের পরিবারের পক্ষ থেকে বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করা হয়েছে।
জাগো/আরএইচএম

