গাজীপুরের টঙ্গীর সিলমুন মোল্লার গ্যারেজ এলাকায় বৃহস্পতিবার রাত পৌঁনে ১১টার দিকে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে।
স্থানীয়রা জানান, হঠাৎ করে কারখানার ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ৩টি ইউনিট ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার জানান, কারখানাটিতে প্লাস্টিকের দানা তৈরি করা হতো। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
তিনি আরও জানান, আগুন নেভানোর পর এখন ডাম্পিংয়ের কাজ চলছে।
এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জাগো/আরএইচএম

