গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় বুধবার (১৪ মে) দিবাগত রাতে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে তিনটি কলোনির অর্ধশতাধিক বসতঘর, দোকান ও মালামাল পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ঘটনায় কেউ হতাহত হয়নি তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর।
গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা অভিযোগ করেছেন এলাকায় পানি সংকটের কারণে আগুন নেভাতে দেরি হয়েছে।
ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, তাদের বসতঘর ও দোকানে প্রচুর মূল্যবান জিনিসপত্র ছিল যা আগুনে পুড়ে গেছে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য এগিয়ে এসেছে। ঘটনার তদন্ত চলছে।
জাগো/আরএইচএম

