বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সড়কের আনোয়ারা প্রান্তে আজ মঙ্গলবার সকালে একটি মাইক্রোবাস এবং সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
ঘটনাটি টানেল সড়কের বৈরাগ গোল চত্বর এলাকায় ঘটেছে।
সকালে, পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারার উদ্দেশ্যে যাওয়ার সময় একটি নোহা মাইক্রোবাস সিএনজিচালিত অটোরিকশার সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মাইক্রোবাস চালকসহ একই পরিবারের ৫ জন এই ঘটনায় আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে উভয় যানবাহন উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
আহতদের মধ্যে রয়েছেন মাইক্রোবাস চালক মোহাম্মদ শরীফ খান (৬০), তার মেয়ে ইয়াসমিন আকতার (২৮), ছেলে মোহাম্মদ রায়হান (৫), জামাল উদ্দিন (৪০) এবং সিএনজি চালক খোরশেদ আলম (৩৫)। সকলেই বৈরাগ খাঁনবাড়ি এলাকার বাসিন্দা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ জানিয়েছেন যে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় যানজট সৃষ্টি হয়। পুলিশ দ্রুত যানজট নিরসন করে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
জাগো/আরএইচএম

