যশোরের শার্শার জিরেনগাছা গ্রামে বুধবার (৮ মে) সন্ধ্যা ৭ টার দিকে শাহানাজ আক্তার লিমা (২৬) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
নিহত লিমা মালয়েশিয়া প্রবাসী জামশের আলীর স্ত্রী ও তার ৩ সন্তান রয়েছে।
জানা গেছে, ৮-৯ মাস আগে জামায় জামশের মালয়েশিয়ায় চলে যাওয়ার পর থেকেই পারিবারিক কলহ শুরু হয়। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই লিমা আত্মহত্যা করেছেন।
ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ।
জাগো/আরএইচএম

