সারাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে, যা আগামী রবিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় ৮টি বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে/রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি কমলে তাপমাত্রা বৃদ্ধি পাবে।
এছড়া আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৭ মে পর্যন্ত দেশে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এদিকে জশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।
জাগো/আরএইচএম

