ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে যশোরের কেশবপুর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মফিজুর রহমান (ঘোড়া মার্কা)।
তিনি পেয়েছেন ১৭ হাজার ২১১ ভোট। চার হাজার ৩১৮ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিমা সাদেক পেয়েছেন ১২ হাজার ৮৯৩ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া ইকবাল নির্বাচিত হয়েছেন।
বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয়েছে বিকাল ৪টায়। ভোটে কেন্দ্রগুলোতে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে থাকে। এবার কেশবপুর উপজেলায় ভোট গ্রহণ করা হয়েছে ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন বা ইভিএমের মাধ্যমে।
সকালে ভোটারদের উপস্থিতি বেশি না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বেশি হয়। প্রতিটি কেন্দ্রে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন।
জাগো/আরএইচএম

