বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রোববার (৫ মে) দুপুর ১ টায় এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, দেশের দুটি অঞ্চলে – নোয়াখালী ও চট্টগ্রাম – সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে। একইসাথে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যান্য আবহাওয়ার পূর্বাভাস সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকাসহ দেশের বেশ কিছু অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
শনিবার (৪ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য নতুন করে হিট অ্যালার্ট জারি করা হয়েছে।
জাগো/ আরএইচএম

