শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় যশোর কেন্দ্রীয় কারাগার, নিউজেল এলাকায় সন্ত্রাসী ভাইপো রাকিব ও সন্ত্রাসী সম্রাটের সমর্থক পূর্ব কোন্দল (মোবাইল ফোন ব্যবহার নিয়ে বিতর্ক বলেও দাবি করা হচ্ছে) জের ধরে সংঘর্ষ হয়।
এ ঘটনায় ৪-৫ জন হাজতি ও ২ জন কারারক্ষী আহত হয়।
জানা গেছে, সকাল সাড়ে ১০ টার দিকে, ভাইপো রাকিব ও সম্রাটের মধ্যে কথা কাটাকাটি হয় এবং তা হাতাহাতিতে রূপ নেয়। দুই গ্রুপের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা হুইসেল বাজিয়ে ভেতরে ঢোকে। সংঘর্ষে ৪-৫ জন হাজতি ও ২ জন কারারক্ষী আহত হয়। আহতদের কারা হাসপাতালে ভর্তি করা হয়।
কারাকর্তৃপক্ষ জড়িত ৭-৮ জনকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ঘটনার তদন্ত চলছে।
জাগো/আরএইচএম

