২৭ মার্চ যশোর কোতয়ালী থানা এলাকা, চারখাম্বার মোড় (রাসেল চত্তর) এর কাছাকাছি ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর ক্রয় কৃত পরিত্যাক্ত বাড়ির ভিতর অভিযান চালিয়ে অনিন্দ্র নায়েক দেবা (২৩) ও শাহরিয়া ইসলাম রনি (২১)কে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা। তাদের হেফাজত থেকে ৬টি অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জিনিসপত্র: ১টি বার্মিজ টিপ চাকু, একটি চাইনিজ কুড়াল, ০১টি (একটি) তলোয়ার, ০২টি (দুইটি) হাসুয়া দা, ০১(এক)টি জিআই পাইপ, ০১টি (একটি) হকস্টিক।

অন্যদিকে, একইদিনে যশোর কোতয়ালী থানা এলাকার পালবাড়ী কাঁচা বাজারস্থ তপন দেবনাথ এর গ্যারেজের সামনে পালবাড়ী টু নিউ মার্কেট গামী পাঁকা রাস্তার পাশে ডিবি পুলিশের একটি টিম র্যাব পরিচয় দিয়ে একজন ব্যক্তিকে বাড়িতে উঠিয়ে নিয়ে চাঁদা দাবি ও চাঁদা আদায় করার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়।
অভিযানে মোঃ আবুল হাসান (৩৪), ফারদিন হোসেন ফাহিম (২২), প্রান্ত আহম্মেদ (২৪) ও সবুজ (২৭)কে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। এছাড়াও, আসামীদের ব্যবহৃত ০১টি প্রাইভেটকার, চাঁদা আদায়ের নগদ ৯৬,০০০/-টাকা ও ০৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।।

উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় আলাদা আলাদা এজাহার দায়ের করা হয়েছে।
জাগো/আরএইচএম

