ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও যাত্রী সংকটে ভুগছেন পরিবহন মালিক শ্রমিকেরা। ঈদকে সামনে রেখে কাঙ্ক্ষিত টিকিট বিক্রি না হওয়ায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কপালে।
যাত্রী সংকটের কারণ:
- ট্রেনের জনপ্রিয়তা: ট্রেনের যাত্রা সহজ ও নির্দিষ্ট সময়ে বাড়ি পৌঁছানো যায়। আবার বাসের চেয়ে ট্রেনের টিকিটের দামও কম।
- বাসের ভাড়া বৃদ্ধি: বাসের ভাড়া বেশি হওয়ায় অনেকে বিকল্প উপায়ে যাত্রা করছেন।
- অনলাইন টিকিট বিক্রি: অনেকে অনলাইনে টিকিট কিনছেন, ফলে কাউন্টারে টিকিট বিক্রি কম।
- যাত্রীদের অপেক্ষা: অনেকে ঈদের কাছাকাছি টিকিট কিনবেন বলে অপেক্ষা করছেন।
বাস মালিকদের পদক্ষেপ:
- নির্ধারিত ভাড়া: বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে।
- মনিটরিং টিম: বাসের টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধে মনিটরিং টিম কাজ করবে।
- অনলাইন টিকিট বিক্রি: বাস কোম্পানিগুলো অনলাইনে টিকিট বিক্রি করছে।
জাগো/আরএইচএম

