রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি হলে শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় সংঘটিত বন্দুক হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও ১৪৭ জন।
আইএস তাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে হামলার দায় স্বীকার করেছে। আইএসের দাবির যাচাই এখনও হয়নি। রাশিয়া এখনও আইএসের দাবির বিষয়ে মন্তব্য করেনি।
ইউক্রেন হামলায় তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে। ইউক্রেনের প্রেসিডেন্টের সহযোগী মিখাইলো পোদোলাক এ কথা বলেন।
হামলার বিবরণে জানা যায়, মুখোশধারী বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়। হামলাকারীরা বিস্ফোরকও ব্যবহার করেছে। ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায় এবং ছাদ ধসে পড়ে।
জাগো/আরএইচএম

