আবু সাঈদ শান্ত, শার্শা উপজেলা প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২৯ বোতল বিদেশি মদসহ আশানুর রহমান (২৫) নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (১৮ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন যশোর গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপন কুমার সরকার।
গ্রেপ্তার আশানুর রহমান বেনাপোল পোর্টথানার বড় আঁচড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, বেনাপোল থানাধীন ছোট আঁচড়া গ্রামস্থ বেনাপোল-পুটখালী গামী চারা বটতলার তিন রাস্তার মোড়ের পাকা রাস্তার উপর হতে ২৯ বোতল বিদেশী মদসহ মাদকব্যবসায়ী আশানুরকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত মদের মূল্য আনুমানিক ৮৭ হাজার টাকা।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, গ্রেপ্তারকৃত মাদকব্যবসায়ীর বিরুদ্ধে বেনাপোল থানায় এজাহার দায়ের করা হয়েছে।
,জাগো/আরএইচএম

