রোববার (১৭ মার্চ) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়েছে।
এই দুর্ঘটনার ফলে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, ট্রেনের ইঞ্জিনের সাথে থাকা লক ভেঙে এ দুর্ঘটনা ঘটেছে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের টিম পাঠানো হয়েছে। দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের বিকল্প যানবাহনে করে গন্তব্যস্থলে পৌঁছাতে হচ্ছে।
জাগো/আরএইচএম

