শনিবার ভোর সাড়ে ৬টার দিকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বলিরপোল বাজারে আগুন লেগে ৮টি দোকান পুড়ে গেছে।
ক্ষয়ক্ষতি: আগুনে মুদি দোকান, কাপড় দোকান, মোবাইল দোকান, ফার্মেসিসহ ৮টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।
আগুন নিয়ন্ত্রণ: কমলনগর উপজেলা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কারণ: আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় ।
ঘটনার তদন্ত চলছে।
জাগো/ আরএইচএম

