নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোরে দুটি যাত্রীবাহী পরিবহন থেকে ৩৪০ কেজি অস্বাস্থ্যকর অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ করেছে র্যাব-৬ যশোরের ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত চিংড়ি ধ্বংস করে দুটি বাসের মালিককে মোট ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার ভোর রাতে যশোর শহরের মনিহার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, যশোর র্যাব-৬ এর সিপিসি-৩ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে- বিপুল পরিমাণ অপদ্রব্য (জেলি) পুশ করা অস্বাস্থ্যকর চিংড়ি বাজারজাত করণের জন্য দুটি বাস যশোর মনিহার মোড় হয়ে যাবে। এরমধ্যে হিমেল সীমান্ত নামক একটি বাস সাতক্ষীরা হতে শেরপুর ও অপরটি আসিফ স্পেশাল বাস সাতক্ষীরা হতে রংপুর যাবে।
তিনি আরও জানান, এ সংবাদের ভিত্তিতে বুধবার মধ্য রাতে মনিহার মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। পরে চিংড়ি মাছ ভর্তি ওই দুটি বাস আসলে গতিরোধ করা হয়। এরপর তল্লাশি করে হিমেল সীমান্ত বাসে ৫টি ককসিট ও আসিফ স্পেশাল বাসে ৬টি ককসিটে মোট ১১ টিতে ৩৪০ কেজি চিংড়িতে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়। ফলে জেলি পুশ চিংড়ি জব্দ করা হয় এবং হিমেল সীমান্ত বাসের মালিক সঞ্জয় গুপ্ত লালকে ২৭ হাজার টাকা ও আসিফ স্পেশাল বাসের মালিক আব্দুল মান্নানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন, র্যাবের স্কোয়াড কমান্ডার এএসপি ফয়সাল তানভীর, যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ প্রমুখ।
জাগো/জেএইচ

