ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, আগামী মাসেই ফেনী নদীর উপর নির্মিত বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
শনিবার, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণ ত্রিপুরায় অত্যাধুনিক সাবরুম স্থলবন্দর উদ্বোধন করেন। 250 কোটি টাকা রুপি ব্যয়ে নির্মিত এই স্থলবন্দর উভয় দেশের পর্যটন, বাণিজ্য এবং সড়ক পথে যোগাযোগ সহজ করবে।
চট্টগ্রাম বন্দরের সাথে যোগাযোগ ঘনিষ্ঠ হবে, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্য সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে।
চট্টগ্রামের সাথে সাবরুম স্থলবন্দরের দূরত্ব হবে মাত্র 75 কিলোমিটার। 133 কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সেতু চট্টগ্রাম, মোংলা স্থলবন্দর এবং চট্টগ্রাম বিমানবন্দরের সাথে যোগাযোগ বৃদ্ধি করবে। ত্রিপুরার সাথে কলকাতা বন্দরের দূরত্ব হবে মাত্র 100 কিলোমিটার, যা আগে ছিল 1 হাজার 700 কিলোমিটার।
উল্লেখ্য, 2021 সালের মার্চে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেনী নদীর উপর সেতু নির্মাণ কাজের উদ্বোধনের সময় সাবরুম স্থলবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বাংলাদেশের রামগড়ে নির্মীয়মাণ স্থলবন্দরের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
জাগো/আরএইচএম

