রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সরকারের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। আজ রবিবার (১০ মার্চ) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তিতে জানায়, রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখা হবে। অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয় আরেকটি বিজ্ঞপ্তিতে জানায়, ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চালু রাখা হবে।
এই দুটি প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে এক শিক্ষার্থীর অভিভাবক হাইকোর্টে রিট আবেদন করেন। আজ রিটের শুনানি শেষে আদালত রুল জারি করে দুই মাসের জন্য সরকারের সিদ্ধান্ত স্থগিত করে দেন।
এই আদেশের ফলে রমজান মাস জুড়ে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
জাগো/আরএইচএম

