র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যশোরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ। শুক্রবার সকালে যশোর কালেক্টারেট চত্বরে দিবসটি উপলক্ষে র্যালির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান।
অনুষ্ঠানে জেলা মহিলা বিষায়ক অধিদপ্তরের উপপরিচালক আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খালেদা খাতুন রেখা, জেলা শিশু বিষায়ক কর্মকর্তা সাধন কুমার দাস, জেলা মহিলা লীগের সভাপতি লাইজু জামান, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অঞ্জেলা গমেজ, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ফারাজী আহমেদ সাঈদ বুলবুল। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা মহিলা বিষায়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থী পাপিয়া খাতুন।
জাগো/আরএইচএম

