দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (৮ মার্চ) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার প্রতিটি আসনের বিপরীতে ৯৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
মেধাতালিকা:
- পূর্ববর্তী বছরের এইচএসসি, এ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের প্রাপ্ত সর্বমোট নম্বর থেকে ৫ নম্বর বাদ দেওয়া হবে।
- পূর্ববর্তী বছরের সরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ বা ইউনিটে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রাপ্ত সর্বমোট নম্বর থেকে ১০ নম্বর বাদ দেওয়া হবে।
পরীক্ষার বিবরণ:
- মোট নম্বর: ১০০
- প্রশ্নের সংখ্যা: ১০০
- প্রতিটি প্রশ্নের নম্বর: ১
- বিষয়ভিত্তিক বিভাজন:
- পদার্থবিদ্যা: ২০ নম্বর
- রসায়নবিদ্যা: ২৫ নম্বর
- জীববিজ্ঞান: ৩০ নম্বর
- ইংরেজি: ১৫ নম্বর
- সাধারণ জ্ঞান: ১০ নম্বর
ভুল উত্তরের জন্য কাট:
- প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
- লিখিত ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে কোনো শিক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হবেন না।
আবেদনকারী:
- মোট আবেদনকারী: ৫০ হাজার ৪৯১ জন
- আসন সংখ্যা: ৫৪০টি
প্রতিযোগিতা:
- প্রতিটি আসনের বিপরীতে প্রতিযোগী: ৯৩ জন
উল্লেখযোগ্য:
- গত ১৫ জানুয়ারি থেকে ডেন্টাল ইউনিটে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়।
- আবেদনের শেষ তারিখ: ৩ ফেব্রুয়ারি।
জাগো/আরএইচএম

