রাজধানীর মালিবাগে একটি হাসপাতালে খতনা করাতে গিয়ে এক শিশুর মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
শিশু আফনাফ তাহমিন আইহামের (১০) মৃত্যুতে জে এস হাসপাতালের পরিচালক চিকিৎসক এস এম মুক্তাদির ও চিকিৎসক মাহাবুব মোরশেদকে জিজ্ঞাবাদ করতে এ নির্দেশ দেওয়া হয়।
এর আগে বুধবার (২১ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক রুহুল আমিন দুই চিকিৎসককে আদালতে হাজির করে প্রত্যেকের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
বিবাদী পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে তাদের দু’দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে শিশু আহনাফ তাহমিনের খতনা করার সময় মৃত্যু হয়। আহনাফ মতিঝিল আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় শিশু আফনাফের বাবা মোহাম্মদ ফখরুল আলম বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেন।
জাগো/এসআই

