ভারত সরকার পিঁয়াজ রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। মন্ত্রিদের একটি কমিটি ৩ লাখ মেট্রিক টন পিঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে।
এর মধ্যে বাংলাদেশের জন্য ৫০ হাজার টন পিঁয়াজ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিস্তারিত শর্তাবলী আগামী দুই-এক দিনের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। রপ্তানি নতুন করে শুরু হলে পাইকারি পিঁয়াজের দামের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।
এই সিদ্ধান্ত ভারতের পিঁয়াজ চাষিদের জন্য একটি স্বস্তি। এতে করে আন্তর্জাতিক বাজারে ভারতীয় পিঁয়াজের দাম ভালো হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের বাজারেও পিঁয়াজের দাম কমতে সাহায্য করবে।
রপ্তানির অনুমোদন দেওয়া হলেও কিছু শর্তাবলী মেনে চলতে হবে। পিঁয়াজের মান নিশ্চিত করতে হবে। রপ্তানি বাজারে প্রতিযোগিতামূলক দামে পিঁয়াজ বিক্রি করতে হবে।
ভারত সরকারের এই সিদ্ধান্ত পিঁয়াজ চাষি ও ভোক্তা উভয়ের জন্যই ভালো হবে বলে আশা করা হচ্ছে।
জাগো/আরএইচএম

