মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের আক্রমণের মুখে বাংলাদেশে পালিয়ে আসা ৩৩০ জন নাগরিককে আগামীকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ফেরত পাঠানো হবে। এদের মধ্যে রয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) সদস্যরা।
বুধবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে বিজিবির তত্ত্বাবধানে কক্সবাজারের ইনানীতে নৌবাহিনীর জেটিঘাটে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে এসব নাগরিকদের হস্তান্তর করা হবে।
উল্লেখ্য:
- মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের সাথে সংঘর্ষে গত বছরের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে পালিয়ে আসে বিজিপিসহ মিয়ানমারের ৩ হাজারেরও বেশি নাগরিক।
- এর মধ্যে কিছুকে ফেরত পাঠানো হলেও বেশিরভাগ এখনও বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন।
- মিয়ানমারের সেনাদের ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল।
- অবশেষে আগামীকাল ৩৩০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফেরত পাঠানোর প্রক্রিয়া:
- বৃহস্পতিবার সকালে বিজিবির সদস্যরা ইনানীতে আশ্রয় গ্রহণকারী মিয়ানমারের নাগরিকদের নৌবাহিনীর জেটিঘাটে নিয়ে যাবেন।
- সেখানে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হবে।
- হস্তান্তরের সময় বিজিবি ও মিয়ানমার কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
জাগো/আরএইচএম

