যশোরে বেসরকারি উন্নয়ন সংস্থা আর্স বাংলাদেশের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উৎসব হয়েছে। শনিবার স্কাউট ভবন মাঠে এ আয়োজন করা হয়। রজতজয়ন্তী উৎসব আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মিলনমেলনায় পরিণত হয়। সংস্থার ৮৫টি শাখার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিরা স্বপরিবারের অংশ নেন।
এ উৎসবে প্রধান অতিথি ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অর্থরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান (সচিব পদমর্যদায়) ফসিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন। প্রধান আলোচক ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অর্থরিটির নির্বাহী পরিচালক মাজেদুল হক। আয়োজক সংস্থার চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন আর্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামসুল আলম।
জাগো/আরএইচএম

