খুলনার ডুমুরিয়ায় একটি ইজিবাইকে ট্রাকের ধাক্কায় চারজন যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা-চুকনগর সড়কের খর্ণিয়া পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, সাব্বির মোড়ল (২৩), খর্ণিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রাম, ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস (৩০), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রাম, নিপা ঢালী (২৫), গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রাম ও নাম না জানা এক নারী (২৬)
এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
জাগো/আরএইচএম

