স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধে বাংলাদেশ কোনোভাবেই জড়াবে না। তিনি স্পষ্ট করে বলেছেন, “আমাদের সীমান্ত ক্রস করে কাউকে আসতে দেওয়া হবে না।”
রবিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা:
মিয়ানমারে চলমান সংঘাতের কারণে বাংলাদেশের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “আমরা সীমান্তে শক্তি বৃদ্ধি করেছি। পুলিশ, বিজিবি এবং কোস্ট গার্ডকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”
যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই:
আসাদুজ্জামান খান কামাল বলেন, “বাংলাদেশ কোনো যুদ্ধে জড়াতে চায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় আমাদেরকে এ ব্যাপারে নির্দেশনা দিয়ে থাকেন।”
তবে তিনি স্পষ্ট করে বলেছেন, “যুদ্ধে জড়াতে না চাইলেও আমাদের নিরাপত্তায় কোনো ঝুঁকি নেওয়া হবে না। আমাদের সীমান্তে যদি কেউ অনুপ্রবেশ করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
মানবিক সহায়তা:
মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের জন্য বাংলাদেশ মানবিক সহায়তা চালিয়ে যাবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “আমরা ইতিমধ্যে বেশ কিছু শরণার্থীকে আশ্রয় দিয়েছি। তাদের জন্য খাদ্য, বাসস্থান এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”
জাগো/আরএইচএম

