জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, সমালোচনা ও গালিগালাজ সত্ত্বেও গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)ই বর্তমানে বিরোধী দলীয় নেতা। শনিবার জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা হিসেবে স্বীকৃতি দিয়ে চুন্নু বলেন, “যে যতই গালি দিক, জিএম কাদের এখন বিরোধী দলের নেতা। আওয়ামী লীগের সাথে মহাজোট করার কারণে জাতীয় পার্টিকে ‘গৃহপালিত বিরোধী দল’ বলা হলেও, চুন্নু দাবি করেন যে তারা কখনোই কারো ‘হাতের পুতুল’ ছিল না।”
তিনি বলেন, “আমরা সব সময় সরকারের সমালোচনা করেছি। চুন্নু ঘোষণা দেন যে, আসন্ন সংসদ অধিবেশনে সরকারের ভুল-ত্রুটি তুলে ধরা হবে এবং জনগণের পক্ষে কথা বলা হবে।”
নির্বাচন বর্জনকারীদের ‘উস্কানি’ দেওয়ার অভিযোগ করে চুন্নু বলেন, “সংখ্যা বড় নয়, বড় হলো আন্তরিকতা।”
চুন্নুর এই বক্তব্য জাতীয় পার্টির অবস্থান এবং আসন্ন নির্বাচনে তাদের ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়।
জাগো/আরএইচএম

