ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল যশোর সদর উপজেলা পরিষদ।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।
যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল , ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, উপজেলা সমবায় অফিসার রনজিত দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিরোজ হোসেন, স্বাস্থ্য ও পরিবার-পরিবার কর্মকর্তা ডাঃ মীর আবু মাউদ, উপজেলা কৃষি অফিসার হাসান আলী, সমাজসেবা অফিসার আশিকুজ্জামান তুহিন , দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, হৈইবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রিপন কুমার ঘোষ, অঞ্জনা ঘোষ প্রমুখ।
জাগো/আরএইচএম

