প্রতি বছরই শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল, অসহায় মানুষের হাড় কাঁপানো কষ্ট। শহরের এমন অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ শুরু করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন যশোর সেবা ফাউন্ডেশন । এই স্বেচ্ছাসেবী কর্মীরা রাতভর যশোর দড়াটানা থেকে শহরের আশেপাশে শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে।
শনিবার (২০ জানুয়ারি) রাতে শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করে সংগঠনের কর্মীরা। শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দিচ্ছে কম্বল। কম্বল বিতরণে যশোর সেবা ফাউন্ডেশন এবার গ্রহণ করেছে ব্যতিক্রমী উদ্যোগ।
ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা তন্ময় মন্ডল জানান, প্রতিষ্ঠার পর থেকেই প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি শীতার্ত ও বন্যার্তসহ যে কোনও প্রাকৃতিক দুর্যোগ- মহামারিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে যশোর সেবা ফাউন্ডেশন। প্রতিবছরের মতো এ বছরও শীতবস্ত্র বিতরণ করছে সংগঠনটি। গত ২ বছর বিতরণ ভিন্ন আঙ্গিকে রাতভর ঘুরে ঘুরে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দেয়া হচ্ছে কম্বল।
শীতবস্ত্র বিতরণে অংশ নেন এডভোকেট সৌমিত্র রায় সেতু তিনি বলেন, শীত প্রতিবছর আসে গরিব অসহায় মানুষের জন্য এক কষ্টের বার্তা নিয়ে। তবে অসহায় মানুষের পাশে কমই সামর্থ্যবান মানুষকে দাঁড়াতে দেখা যায়। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারা অনুভূতির মাত্রা ভিন্ন। আমদের পরিকল্পনা ছিল দুস্থ ও অসহায় শীতার্তদের দ্বারে পৌঁছানো কম্বল।
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সবাই এগিয়ে আসলে হাসি ফুটবে অনেকের মুখে। করোনাকালীন সময়ে জনসচেতনাতা বৃদ্ধির জন্য লিফলেট, মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার বিতরণ করেছে বেসরকারি প্রতিষ্টান যশোর জেলা সেবা ফাউন্ডেশন । এছাড়াও বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী কাজ করে থাকেন।
জাগো/ আরএইচএম

