ঢাকায় ঘন কুয়াশার কারণে ১১টি ফ্লাইট ডাইভার্ট

আরো পড়ুন

ঢাকায় ঘন কুয়াশার কারণে বুধবার সকাল সোয়া ১০টা পর্যন্ত ১১টি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।

এসব ফ্লাইট সিলেট, চট্টগ্রাম, হায়দ্রাবাদ ও কলকাতায় ডাইভার্ট করা হয়।

ঢাকা বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, “ঘন কুয়াশার কারণে রানওয়ে দৃশ্যমানতা কমে যায়। ফলে নিরাপদ অবতরণ নিশ্চিত করতে না পেরে ১১টি ফ্লাইট ডাইভার্ট করা হয়। পরে কুয়াশার পরিমাণ কমে গেলে ফ্লাইটগুলো স্বাভাবিকভাবে ফিরে আসতে শুরু করে।”

ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে:

• বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট (রিয়াদ থেকে এবং দোহা থেকে) সিলেটে অবতরণ করে।

• ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট (কাতার থেকে) চট্টগ্রামে অবতরণ করে।

• এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট (দিল্লি থেকে) হায়দ্রাবাদে অবতরণ করে।

• ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট (কলকাতা থেকে) কলকাতায় অবতরণ করে।

এ ঘটনায় যাত্রীদের মধ্যে কিছুটা অস্বস্তি দেখা দিয়েছে।

জাগো/আর‌এইচ‌এম 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ