তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল বন্ধ: শিক্ষা মন্ত্রণালয়

আরো পড়ুন

শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত জানিয়েছে যে, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল বন্ধ হবে। এর আগে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামলে স্কুল বন্ধের নির্দেশনা দিয়েছিল।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ চলছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে, আঞ্চলিক উপ-পরিচালকেরা সেসব জেলার শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখার নির্দেশনা দেবেন।

সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি না হওয়া পর্যন্ত সেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মাউশির আগের নির্দেশনা সংশোধনের কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় বলছে, তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেও অনেক এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। এতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়। তাই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ