যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। হাসপাতালের ধারণ ক্ষমতার চেয়ে তিন গুণ বেশি রোগী ভর্তি রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে শিশু ওয়ার্ডের ২০টি বেডের বিপরীতে ভর্তি রয়েছে ৫৫ জন রোগী। এর মধ্যে ১২ জন শিশু নিউমোনিয়া, ৭ জন শিশু নিওনেটাল বøকে এবং বাকি ৩৬ জন সর্দি-কাশি, ব্রোণক্রাটিস, এ্যাজমাসহ বিভিন্ন শীতকালীন রোগে আক্রান্ত।
শিশু ওয়ার্ডের বিশেষজ্ঞ চিকিৎসক আব্দুস সামাদ জানান, হঠাৎ করে যশোরে শীতের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে হাসপাতালে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে নবজাতক ও শিশুরা। তাই অভিভাবকদের জন্য পরামর্শ, শিশুদের হালকা গরম পানি দিয়ে শরীর মুছিয়ে দেওয়া এবং পুষ্টিকর তরল জাতীয় খাবার খাওয়ানো।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পার্থ প্রতিম চক্রবর্তী বলেন, শীত বাড়ার সাথে সাথে হাসপাতালের ভর্তি রোগীর সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। বিভিন্ন বয়সের রোগী প্রতিদিন আউটডোরে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদ জানান, হাসপাতালের ধারণ ক্ষমতার বেশি রোগী সেবা দিতে বাধ্য হচ্ছি। এর মধ্যে শীতে রোগী বেড়ে যাওয়ার কারণে সেবা দিতে গিয়ে হিমসিম খাচ্ছেন চিকিৎসক ও সেবিকারা। তারপরও সুষ্ঠুভাবে সেবা প্রদান করে যাচ্ছেন ওয়ার্ডে কর্তব্যরতরা। তিনি আরও জানান, এ সময় ঠান্ডাজনিত রোগ বেড়ে যায়। তাই অভিভাবকদের সতর্ক থাকতে হবে। প্রয়োজনে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।
জাগো/আরএইচএম

