যশোরে মায়ের বিরুদ্বে শিশু হত্যার অভিযোগ

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক 

যশোরে সৎ মায়ের বিরুদ্ধে আয়েশা নামে দেড় বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। খড়কি ধোপাপাড়ায় আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। বেলা ১টার দিকে গুরুত্বর জখম শিশুটিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির বাবা পিন্টু হোসেন ও সৎ মা পারভিনাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে। স্থানীয়রা শিশুটির মৃত্যুর পিছনে সৎ মা দায়ী বলে দাবি করলেও শিশুটির বাবা স্ত্রীকে নিয়ে দ্বিমত পোষণ করেছেন।
পুলিশ জানিয়েছে, নিহত শিশুর মৃত্যুটি রহস্য জনক এ ব্যাপারে তদন্ত চলছে।
যশোর জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ড.আফসার আলী বলেন, ‌শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। শিশুটির সমস্ত শরীরে ও মুখে নির্যাতনের দাগ রয়েছে। দাগ দেখে মনে করছি, শিশুটিকে নির্যাতন করা হয়েছে। তবে হাসপাতালে আনার সময়ে শিশুটির মা আমাদের জানিয়েছিলেন পড়ে যেয়ে এমনটি হয়েছে। নির্যাতনের কারনেই শিশুটি মারা গেছে।
যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, হত্যার পিছনে স্থানীয়রা শিশুটির সৎ মাকে দোষারোপ করছেন। তবে শিশুটির বাবা সেই দোষারোপ মিথ্যা বলেছেন। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্তে নেমেছে পুলিশ। শিশুটির সৎ মা ও বাবাকে জিজ্ঞাসাবাদে থানাতে আনা হয়েছে। খুব দ্রুতই প্রকৃত ঘটনা জানা যাবে।

জাগো/জেএইচ 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ