ইবি ক্যাম্পাসে ৬টি ককটেল উদ্ধার 

আরো পড়ুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসে ছয়টি ককটেল উদ্ধারের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার রাত পৌনে ২টায় ও শুক্রবার সকাল ৭টায় পৃথক অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।

প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, রাতে গোয়েন্দা বাহিনীর মাধ্যমে তথ্যটি জানতে পারি।

তিনি বলেন, “এ পর্যন্ত ছয়টি ককটেল উদ্ধার করা হয়েছে। ইবি থানা পুলিশের সহায়তায় সবগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। ক্যাম্পাস খোলার পরপরই এমন ঘটনা আতঙ্কজনক। স্পেশাল টিম এনে পুরো ক্যাম্পাসে অভিযান চালানো হবে।”

তিনি আরও বলেন, “কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রশাসনিকভাবে আমরা ব্যবস্থা নেব।”

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, “আমি বিষয়টি বিস্তারিত জানি না। ভিসির সঙ্গে জরুরি মিটিং আছে।”

এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা নিরাপত্তার দাবি জানিয়েছেন।

ইবি ক্যাম্পাসে ককটেল উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।

তদন্তের মাধ্যমে যারা এ ঘটনায় জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে আশা করা হচ্ছে।

জাগো/আর‌এইচ‌এম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ