নিজস্ব প্রতিবেদক
কর্মী সমর্থকদের মারপিট, হুমকি ধামকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন যশোর-১ শার্শা আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন। তিনি দাবি করেছেন নৌকার প্রার্থী ও তার সমর্থকদের কারণে সুষ্ঠ ভোটের পরিবেশ পরিলক্ষিত হচ্ছে না। নির্বাচনের দিন যত নিকটবর্তী হচ্ছে ততই হুমকি ধামকির পরিমাণ বাড়ছে। আজ শুক্রবার বিকেল ৪টায় প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোগা ইউনিয়নের নৌকা প্রর্থীর সমর্থক তরিকুল মেম্বার পুটখালী ইউনিয়নের জসিমের নেতৃত্বে এবং উলাশী ইউনিয়নে সন্ত্রাসী আয়নাল ও মিলন বাহিনীর লোকজন আমার পোলিং এজেন্টদেরকে কেন্দ্রে ঢুকতে দেবে না বলে হুমকি দিচ্ছে। এছাড়া লক্ষণপুর ইউনিয়নে সাবেক চেয়্যারম্যান কামাল ও সামছুর রহমানের নেতৃত্বে আমার সমর্থক ইসমাইল হেসেন খোকন, শাহাজানসহ অনেক কর্মীকে মারপিট করা হয়েছে। পোলিং এজেন্টদের বিভিন্নভাবে ভয়ভীতি দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, বেনাপোল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডেও আমার নেতাকর্মীদের নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। এ অবস্থায় অবাধ ও সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে তার সাথে উপস্থিত ছিলেন শার্শার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিনু, আওয়ামী লীগ নেতা মাস্টার আহসান উল্লাহ, শহিদুল ইসলাম, ইলিয়াস আজম।
জাগো/জেএইচ

