দেশব্যাপি করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একদিনের ব্যবধানে দেশে শনাক্ত বেড়েছে ৩১ দশমিক ২৫ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৩৬৭ জনে।
এ সময় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৭৭ জনেই রইল।
গত কয়েকদিন ধরে প্রতিদিনই শনাক্তের সংখ্যা বাড়ছে। গতকাল ১৬ জনের শনাক্ত হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তর করোনাভাইরাস সংক্রমণ রোধে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৪৬৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পরতে, সামাজিক দূরত্ব বজায় রাখতে, জনসমাগম এড়িয়ে চলতে এবং হাত ধোয়ার নিয়ম মেনে চলার অনুরোধ করা হচ্ছে।
জাগো/আরএইচএম

