ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের আয়োজিত জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটকেন্দ্রে আগুন নিয়ে আসা বা অস্ত্র নিয়ে আসার বিরুদ্ধে আওয়ামী লীগ কঠোর অবস্থানে থাকবে। তিনি বলেন, ভোটকেন্দ্রে আগুন নিয়ে এলে বা অস্ত্র নিয়ে এলে হাত পুড়িয়ে দেওয়া হবে।
ওবায়দুল কাদের আরও বলেন, যারা আগুনসন্ত্রাস চালিয়ে বাংলাকে পাকিস্তান বা আফগানিস্তান বানাতে চায়, তাদের বাংলার মাটিতে থাকতে দেওয়া হবে না।
তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে। বিএনপি নির্বাচনে অংশ নিতে পারবে না। কারণ, তারা নির্বাচনবিরোধী।
ওবায়দুল কাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের কলঙ্কিত সন্তান। তার বিরুদ্ধে একসঙ্গে খেলা হবে।
জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা-১০ আসনের নৌকার প্রার্থী নায়ক ফেরদৌস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস প্রমুখ বক্তব্য রাখেন।
জাগো/আরএইচএম

