আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জন্য নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৪৪গ অনুযায়ী কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনী ব্যয়ের রিটার্ন (ফরম-২২) যথাযথভাবে দাখিল না করলে অথবা এ সংক্রান্ত কোন আদেশ লঙ্ঘন করলে আদেশের অনুচ্ছেদ ৭৪ অনুযায়ী তিনি শাস্তিযোগ্য অপরাধে দায়ী হবেন। আদেশের অনুচ্ছেদ ৭৪ অনুসারে উক্ত অপরাধের জন্য জরিমানাসহ কমপক্ষে ২ (দুই) বছর ও অনধিক ৭ (সাত) বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন।
পরিপত্রে আরও বলা হয়েছে, নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিলের জন্য নির্ধারিত সময়সীমা হলো ভোটগ্রহণের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে। অর্থাৎ, দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষেত্রে এই সময়সীমা হলো ৩১ মে ২০২৪।
ইসির এই সিদ্ধান্তের ফলে নির্বাচনী ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও, নির্বাচনে অর্থের প্রভাব কমাতেও এই সিদ্ধান্ত সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
জাগো/আরএইচএম

