আবু সাঈদ শান্ত, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
যশোরের বেনাপোলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুটি পৃথক অভিযানে ০৬ কেজি গাঁজা এবং ০৫ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে। এ সময় এ দুটি ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন আসামী পলাতক রয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা গ্রামে এবং একই থানার কাগজপুকুর বাজারে এ অভিযান চালায় যশোর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রেস ব্রিফিংয়ে জানা যায়,
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা গ্রামের দক্ষিণপাড়ার হতে ০৬ কেজি গাঁজাসহ আসামী মোছা. রহিমা খাতুন (৪২) কে আটক করা হয়। এ সময় আসামী রহিমা খাতুনের স্বামী মো. সালাম (৪৬) পলাতক ছিলেন।
অন্যদিকে একই দিনে, দুপুর আড়াইটার দিকে বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর বাজারের রেলগেট এলাকা থেকে ০৫ বোতল বিদেশী মদসহ আসামী স্বপন কুমার খাঁ (৭০) কে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে উপপরিদর্শক শেখ আবুল কাশেম এবং উপপরিদর্শক মোছা. জাহানারা খাতুন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করেন।
জাগো/আরএইচএম

