গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হামলাকারীদের কঠোর শাস্তির আহ্বান জানান।
বৃহস্পতিবার গণভবনে আহত সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা জনগণের অধিকার ও স্বাধীনতার পক্ষে কথা বলেন। তাই তাদের ওপর হামলা মানে গণতন্ত্রের ওপর হামলা।
প্রধানমন্ত্রী বলেন, যারা সাংবাদিকদের ওপর হামলা করেছে, তাদের কাউকে ছাড়া হবে না। যে হুকুমদাতা, তাকেও ছাড়া হবে না। তিনি বলেন, ছবি দেখে দেখে, ফুটেজ দেখে দেখে প্রত্যেককে খুঁজে খুঁজে বের করে শাস্তি দিতে হবে।
বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, অনেক আন্দোলন-সংগ্রাম হয়েছে, কিন্তু এভাবে সাংবাদিকদের একসঙ্গে পেটানো, সাংবাদিকদের টার্গেট করে মারা, যেভাবে আঘাত করল, ঠিক মাথায় আঘাত করা, জীবনটা নিয়ে নেওয়ার মতো একটা অবস্থা সৃষ্টি করা, এর নিন্দা করার ভাষা আমার নেই।
অগ্নিসন্ত্রাসীদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার পাশাপাশি এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আহত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।
জাগো/আরএইচএম

