আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা ভোট চেয়ে ভোটারদের মোবাইল নম্বরে এসএমএস পাঠাতে পারবেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী আচরণবিধি মেনে প্রার্থীরা দলীয় প্রতীক কিংবা দলের নাম উল্লেখ করে ভোট চেয়ে এসএমএস পাঠাতে পারবেন।
প্রার্থীরা নির্বাচিত হলে তার এলাকায় জনগণের জন্য কী কী পদক্ষেপ নেবেন তাও উল্লেখ করে এসএমএস পাঠাতে পারবেন।
বিটিআরসির এই সিদ্ধান্তের ফলে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আরও বেশি সুবিধা পাবেন।
প্রার্থীরা ফেসবুকের পাশাপাশি ভোটারদের মোবাইলে খুদেবার্তাও পাঠিয়ে তাদের নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল করতে পারবেন।
তবে, এসএমএস পাঠাতে গেলে প্রার্থীদের অবশ্যই নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।
আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।
এর আগে, কোনো নির্বাচনে মোবাইলে প্রার্থীর হয়ে এসএমএস পাঠানোর বিষয়ে বিটিআরসির একটি নির্দেশনা ছিল।
দলীয় প্রতীক কিংবা দলের নাম ব্যবহার করে গ্রাহককে কোনো এসএমএস পাঠাতে পারবে না মোবাইল অপারেটররা।
কিন্তু, এবারের নির্বাচনে সেই নির্দেশনা সংশোধন করে বিজ্ঞপ্তি দিয়েছে বিটিআরসি।
জগো/আরএইচএম

