আজ বুধবার সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হজরত শাহজালাল (রহ:) ও শাহপরান (রহ:)-এর মাজার জিয়ারত করে । এরপর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো সিলেটকে। বিভিন্ন সড়কে যান চলাচল সীমিত করে দেওয়া হয়েছে। সমাবেশে ১০ লাখ মানুষের সমাবেশ ঘটাবে বলে আশাবাদী আওয়ামী লীগের নেতাকর্মীরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর বরাবরের মতো সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীন দলের নির্বাচনি প্রচারণা শুরু করবেন বলে ঘোষণা দিয়েছিলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, দলের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খান বলেন, সকল প্রস্তুতি সম্পন্ন। এবার ভোটের জোয়ারে মাতবে সিলেটবাসী। সিলেট বিভাগের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জাগো/এসআই

