নিজস্ব প্রতিবেদক
যশোরের দড়াটানা ভৈরব নদের পাড়ে পানি উন্নয়ন বোর্ড নির্মিত পার্কের উদ্বোধন করা হয়েছে। শনিবার পার্কের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এদিন সকাল থেকেই নবনির্মিত পার্কটি সবার জন্য উন্মুক্ত করা হয়।
যশোর শহরে ভৈরব নদের তীরে দেড় কিলোমিটার সৌন্দর্যবর্ধনের সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যশোর কার্যালয় সূত্র জানায়, ২০১৬ সালে পাঁচ বছর মেয়াদি ‘ভৈরব রিভার বেসিন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প’–এর কাজ শুরু হয়। এ কাজের জন্য ২৭২ কোটি টাকা ব্যয় ধরা হয়। ভৈরব নদের ৯২ কিলোমিটার খনন প্রকল্পের সঙ্গে সৌন্দর্যবর্ধনের জন্য পরে আরও সাড়ে ১৩ কোটি টাকার প্রকল্পটি সংযুক্ত করা হয়। প্রকল্পের মেয়াদ দুই দফা বাড়িয়েও কাজ শেষ করতে পারেনি পাউবো। এ প্রকল্পের অধীন নদের তীরে ছোটখাটো অনুষ্ঠান করার জন্য উন্মুক্ত মঞ্চ, দুটি পানির ফোয়ারা, ফুলের বাগান, শৌচাগার, হাঁটার পথ (ওয়াকওয়ে), মাতৃদুগ্ধ পান করানো কর্নার ও প্রতিবন্ধীদের জন্যে বিশেষ কর্নার নির্মাণের কথা রয়েছে।
জেবি/জেএইচ

