স্থানীয়রা জানান, রাত সাড়ে আটটার দিকে শাবানা খাতুন তার দেবর মাহফুজুর রহমানের মোটরসাইকেলে করে সিটি কলেজ থেকে মনিহার মোড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সিটি কলেজ গেট এলাকায় নড়াইল থেকে যশোরগামী একটি কাঠবোঝাই ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে শাবানা খাতুন সড়কে ছিঁটকে পড়েন। ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা শাবানা খাতুনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠায়।
পুলিশের ধারণা, ট্রাকের চালকের বেপরোয়া গতিতে চলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে পুলিশ তাদেরকে গ্রেফতারের চেষ্টা করছে।
এ ঘটনায় নিহতের স্বামী হাসমত আলী ও পরিবারের লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জাগো/আরএইচএম

