সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪১ ও ৪৩তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন দুইটি সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে একটি হল ৪১তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগের সুপারিশের কাজ দ্রুত শেষ করা। অন্যটি হল ৪৩তম বিসিএসের নন-ক্যাডারের পছন্দের তালিকা প্রকাশের আগেই আবেদন চাওয়ার বিজ্ঞপ্তি দেওয়া।
৪১তম বিসিএসের নন-ক্যাডারে আবেদনের শেষ সময় আজ। এতে আট হাজারের বেশি আবেদন জমা পড়েছে। পিএসসির একাধিক সূত্র জানায়, এই আবেদনকারীদের পছন্দের তালিকা চুলচেরা বিশ্লেষণ করে ১০ থেকে ১২ দিনের মধ্যে নিয়োগের সুপারিশের তালিকা প্রকাশ করা হবে।
৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে গত বছরের ২০ আগস্ট। এতে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৪১ জন। পিএসসির সিদ্ধান্ত অনুযায়ী, ৪৩তম বিসিএসের নন-ক্যাডারের পছন্দের তালিকা প্রকাশের আগেই আবেদন চাওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হবে। প্রার্থীদের চাহিদার ভিত্তিতে ক্যাডারের পাশাপাশি নন-ক্যাডারের তালিকা তৈরি করা হবে। যেদিন ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল দেওয়া হবে, সেদিন ক্যাডার ও নন-ক্যাডারের তালিকায় কারা নিয়োগের সুপারিশ পেলেন, তা একসঙ্গে প্রকাশিত হবে।
পিএসসির এই সিদ্ধান্তের ফলে ৪১ ও ৪৩তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ হবে বলে আশা করা হচ্ছে।

