যশোরে কারেন্ট পোকা আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণের দবি জানিয়ে কৃষি সম্প্রসারণ যশোরের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা জাতীয় কৃষক খেতমজুর সমিতি।
সোমবার সকাল সাড়ে ১১টায় কৃষি সম্প্রসারণ যশোরের প্রশিক্ষণ অফিসার সুশান্ত কুমার তরফদার এ স্মারকলিপি গ্রহণ করেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, চলতি মৌসুমে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণে কৃষকের ৪০ শতাংশ ধান নষ্ট হয়ে গেছে। যার ফলে কৃষকের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এ কারণে কাঁচা ধান কেটে ফেলছে কৃষক। এসময় কৃষকদের কৃষি ভূর্তিকির মাধ্যমে আর্থিক সহায়তার দাবি জানান নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিমুর রহমান, জেলা সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, সহ-সভাপতি মিজানুর রহমান, দপ্তর সম্পাদক পলাশ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিপুল বিশ্বাস, প্রচার সম্পাদক সাহাবুদ্দিন বাবুলসহ অনান্যর।

