দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ৩০০ আসনের প্রার্থীর তালিকা চূড়ান্ত হয়েছে। আজ রবিবার বিকেল ৪টার পর দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তালিকাটি প্রকাশ করেন।
তালিকা অনুযায়ী, এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিমণ্ডলীর ৩০০ আসনের মধ্যে ২৫৯ আসনে মনোনয়ন পেয়েছেন। বাকি ৪১ আসনে নতুন মুখদের সুযোগ দেওয়া হয়েছে।
আজ দুইটি আসন বাদে বাকি ২৯৮টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন কাদের। বাকি দুইটি আসনের নাম আগামী সপ্তাহে ঘোষণা করা হবে।
যশোরে যারা নৌকা প্রতীক পেলেনঃ
যশোর-০১ : শেখ আফিল উদ্দিন
যশোর-০২ : ডাঃ তৌহিদুজ্জামান
যশোর-০৩ : কাজী নাবিল আহমেদ
যশোর-০৪ : এনামুল হক বাবু
যশোর-০৫ : স্বপন ভট্টাচার্য
যশোর-০৬ : শাহীন চাকলাদার

