কিশোরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, ভৈরব-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ

আরো পড়ুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গাচিহাটা রেলস্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ শনিবার (২৫ নভেম্বর ২০২৩) বিকাল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ থেকে ঢাকা যাবার পথে গচিহাটা স্টেশনের আগে রেললাইনের পয়েন্টে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

তিনি বলেন, দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পৌঁছেছে। আশা করা যাচ্ছে দ্রুত লাইনচ্যুত বগি উদ্ধার করা হবে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে দুর্ঘটনার কারণে ভৈরব থেকে ময়মনসিংহ ও ঢাকাগামী এবং ময়মনসিংহ থেকে ঢাকা ও ভৈরবগামী ট্রেনগুলো আটকা পড়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ