আগামীকাল বিকেলে প্রকাশিত হবে আ.লীগের মনোনয়নপ্রাপ্তদের তালিকা

আরো পড়ুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা আগামীকাল রোববার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় প্রকাশ করা হবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সকাল ১০টায় দলীয় ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে একটি সভা অনুষ্ঠিত হবে। এসময় সব মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করবেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।

দ্বিতীয় দফার মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। এরপর আপিল ও নিষ্পত্তি পর্যায়ে রয়েছে। আগামী ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এরপর ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। ৬ থেকে ১৫ ডিসেম্বর মনোনয়ন আপিল ও নিষ্পত্তি হবে। ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে।

আওয়ামী লীগ গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চার দিন দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে। এসময় ৩ হাজার ৩৬২ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম বিক্রি করে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ